• মেরামতির জন্য আগামী সোমবার সারা দিন বন্ধ থাকবে টালা ট্যাঙ্ক, জানাল কলকাতা পুরসভা
    আনন্দবাজার | ০৯ ডিসেম্বর ২০২৪
  • আগামী সোমবার গোটা দিন ধরেই বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। বন্ধ থাকবে পলতা জল পরিশোধন কেন্দ্রও। মেরামতির জন্য ১৬ ডিসেম্বর সকাল থেকে ১৭ ডিসেম্বর ভোর পর্যন্ত পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। এ বার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিল কলকাতা পুরসভা। আর এর জেরেই চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালে। কারণ, টালা ট্যাঙ্ক বন্ধ থাকলে শহরের বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যাবে পানীয় জলের সরবরাহ।

    সোমবার কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতেই বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। ওই সময়ের মধ্যে সেরে ফেলা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজ। আগের চেয়ে খানিক বড় ভাল্‌ভ বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হবে। তা ছাড়া, ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও সেরে ফেলা হবে ওই সময়ের মধ্যেই।

    আর এর জেরেই ১৬ ডিসেম্বর গোটা দিন পলতা ও টালা জলাধার থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। জল সরবরাহ বন্ধ রাখা হবে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও। পলতা থেকে জল সরবরাহ বন্ধ রাখা হলে দুর্ভোগের মুখে পড়বেন উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারাও। ১৭ তারিখ সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছে পুরসভা।

  • Link to this news (আনন্দবাজার)