• 'এটা উত্তরপ্রদেশ নয়,' বাংলাদেশ ইস্যুতে 'ফেক ভিডিও' নিয়ে কড়া বার্তা মমতার
    আজ তক | ১০ ডিসেম্বর ২০২৪
  • বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে এরাজ্যে হিংসার পরিবেশ তৈরির চেষ্টা চলছে, এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বিধানসভায় তিনি স্পষ্ট করে জানালেন, বাংলায় হিংসার পরিবেশ বরদাস্ত করা হবে না।

    মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং কিছু মিডিয়া হিংসার পরিস্থিতি উসকে দিতে ফেক ভিডিও ভাইরাল করছে। তিনি বলেন, "বাংলায় গণতন্ত্র অটুট রয়েছে বলেই অনেকেই যা খুশি করছে। কিন্তু এটা উত্তরপ্রদেশ বা রাজস্থান নয় যে আপনাদের গ্রেফতার করব বা ব্যান করব।" তিনি উত্তরপ্রদেশে সাংবাদিক গ্রেফতারের প্রসঙ্গ টেনে বলেন, "সাংবাদিকদের গ্রেফতার করে পরিস্থিতি মোকাবিলা করা যায় না।" তবে বাংলার মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি বলেন, "নতুন করে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। দাঙ্গা যারা করে, তারা সমাজের বোঝা। এদের থেকে সতর্ক থাকতে হবে।"

    মুখ্যমন্ত্রীর কথায়, "ধর্ম যার যার, উৎসব সবার।" তিনি এপার বাংলার দেশাত্মবোধ দেখানোর জন্য শান্তি বজায় রাখার আবেদন করেন। পাশাপাশি তিনি জানান, "বাংলাদেশের পরিস্থিতির দিকে কেন্দ্রীয় সরকার নজর রেখেছে। এ ক্ষেত্রে রাজ্যের পলিসি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনে চলা।" নাম না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, "যাঁরা ভাবছেন এ নিয়ে রাজনীতি করবেন, তাতে আপনার রাজ্যেরও ক্ষতি হবে। বাংলায় আমরা এমন পরিস্থিতি তৈরি হতে দেব না।"
    মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করেছেন যে ফেক ভিডিও এবং উসকানিমূলক কর্মকাণ্ড বাংলার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে। তিনি জনগণকে ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

     
  • Link to this news (আজ তক)