মুখ্যমন্ত্রীর দফতর থেকে রাজ্যের ৩৪ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে রাজভবনে। ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম অবশেষে চূড়ান্ত করে পাঠিয়েও দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বস্তুত, মুখ্যমন্ত্রী দেওয়া নামেই শিলমোহর দিয়েছেন তিনি। কলকাতা, যাদবপুর-সহ বাকি বিশ্ববিদ্যালয়গুলি ক্ষেত্রে কী হবে? আজ, সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর রাতে রাজভবনে তরফে সেই বৈঠকে ছবি পোস্ট করা হয় এক্স হ্য়ান্ডেলে। সঙ্গে একটি বিবৃতিও।
আগে কখনও কিন্তু এমনটা হয়নি। বরং রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত-ই প্রকাশ্যে এসেছে বারবার। এমনকী, স্থায়ী উপাচার্য নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার নির্দেশ, উপাচার্যদের নাম বাছাই করে তালিকা তৈরি করবে নির্দিষ্ট কমিটি। এরপর মুখ্যমন্ত্রী দফতর থেকে সেই তালিকা চূড়ান্ত করার জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। এখন রাজ্যপালের যদি কোনও নামে আপত্তি থাকে, সেক্ষেত্রে তিনি মুখ্য়মন্ত্রীকে জানাতে পারে। প্রয়োজনে বৈঠক করতে পারেন। এরপর ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যে নিয়োগে অনুমোদন দেন রাজ্যপাল। তারপর আজকের বৈঠক এবং বন্ধুত্বের বার্তা!