• বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে ‘নভেস্টা গ্রুপ’ এবং ‘জর্জ টেলিগ্রাফ গ্রুপ’-এর পরিচালনায় অনুষ্ঠিত হল ‘এফবিএসসি’-র প্রথম বার্ষিক সম্মেলন
    আনন্দবাজার | ১০ ডিসেম্বর ২০২৪
  • গত ৮ ডিসেম্বর, রবিবার দক্ষিণ কলকাতার গোবিন্দপুরে মুখরোচকের বাগানবাড়িতে অনুষ্ঠিত হল ‘ফোরাম ফর বিজ়নেস’-এর প্রথম বার্ষিক সম্মেলন। ব্যবসা, শিল্প, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় জমজমাটভাবে আয়োজন করা হয়েছিল ‘এফবিএসসি’র প্রথম বার্ষিক সম্মেলন। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শিল্প বিশেষজ্ঞ থেকে শুরু করে বিশিষ্ট শিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন ক্ষেত্র থেকে উপস্থিত ছিলেন অনেকেই।

    ‘নভেস্টা গ্রুপ’ এবং ‘জর্জ টেলিগ্রাফ’ এর বিশেষ উদ্যোগে আয়োজন করা হয়েছিল ফোরামের প্রথম বার্ষিক সম্মেলনের। ফোরামের এই অনন্য উদ্যোগে উপস্থিত ছিলেন ‘এফবিএসসি’-র সভাপতি এবং জর্জ টেলিগ্রাফ গ্ৰুপের এমডি সুব্রত দত্ত, সেনকো গোল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, শুভঙ্কর সেন, শ্রী বালাজীর কর্ণধার এবং ‘এফবিএসসি’-র সদস্য মানব পাল সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।

    ব্যবসা ক্ষেত্রে এই ফোরাম এখন যোগাযোগের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। যেখানে এখানকার সদস্যরা ব্যবসা ও সামাজিক কাজে একত্রিতভাবে অংশগ্রহণ করে শিল্প ও সংস্কৃতির প্রচার করেন।

    ‘এফবিএসসি’র এই প্রথম বার্ষিক সম্মেলনে টক্ শো, প্যানেল ডিসকাশন, বিশিষ্ট উদ্যোক্তাদের সাফল্যের কাহিনি, পণ্য প্রদর্শন, নারী উদ্যোক্তাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল আরও অনেক কিছুই।

    সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চকে মাতিয়ে তুলেছিলেন সারেগামাপা খ্যাত শ্রেয়সী চক্রবর্তী। ফোরামের এই বার্ষিক সম্মেলনের সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার, অনীশ সরকার এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি, সুশীল পোদ্দার। সব মিলিয়ে দারুণ কেটেছিল রবিবারের সকাল।

  • Link to this news (আনন্দবাজার)