• রঘুনাথগঞ্জ-২ পূর্ব চক্রের বাৎসরিক সমাপ্তি অনুষ্ঠান ঘিরে ব্যাপক উন্মাদনা
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, জঙ্গিপুর: সোমবার সকালে রবীন্দ্র ভবন হলে রঘুনাথগঞ্জ-২ পূর্ব চক্রের বাৎসরিক সমাপ্তি অনুষ্ঠান ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। অনুষ্ঠানে অঞ্চলের সেরা স্কুলগুলিকে পুরস্কৃত করা হয়। এছাড়াও চক্রের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের পাঠদানে উৎসাহ দিতে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় এলসিডি ট্যাব। টিএলএম প্রদর্শনীও করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও নাটক প্রদর্শন করে পড়ুয়ারা। উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক(প্রাথমিক) অপর্ণা মণ্ডল, রঘুনাথগঞ্জ-২ বিডিও দেবোত্তম সরকার, পূর্ব চক্রের এসআই স্বপ্নেন্দু বিশ্বাস, রঘুনাথগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিনা খাতুন প্রমুখ। শিক্ষাদপ্তরের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকশিক্ষিকারা।


    ডিআই অর্পণাদেবী বলেন, শিক্ষক বা এসআইরা উদ্দীপকের কাজ করে থাকেন। সেই কাজটিই রঘুনাথগঞ্জ-২ পূর্ব চক্র করেছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন, স্কুল ও পড়ুয়াদের উৎসাহ দানে কাজ করেছে। এই ধারা যেন আগামীতেও অব্যাহত থাকে।


    এদিন শিক্ষাদপ্তরের উদ্যোগে রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের দুই শতাধিক পড়ুয়ার হাতে এলসিডি রাইটিং ট্যাব তুলে দেওয়া হয়। পড়ুয়ারা ট্যাবের স্ক্রিনে যত ইচ্ছে লিখতে পারবে। আবার এক ক্লিকেই নিমেষেই তা মুঝে ফেলা যাবে। কোনও খাতা বা কালি কলমের প্রয়োজন পড়বে না। অল্প খরচে ট্যাবলেট ব্যাটারি বদলে নিলেই মাস ভোর লেখা যাবে। স্কুলের ছোট শিশুদের লেখাপড়ায় উৎসাহ দিতেই এই খেলনার আদলে ডিজিটাল স্লেট দেওয়া হয়। আগামীতে ব্লকের সমস্ত স্কুলের পড়ুয়াকেই এই ট্যাব দেওয়া হবে বলে শিক্ষাদপ্তরের আধিকারিক জানিয়েছেন। এছাড়াও স্কুলে পঠনপাঠন, লেখাপড়ার মান, ছাত্রছাত্রীদের পারফরম্যান্স সহ শিক্ষার প্রসারে চিন্তাভাবনার উপর ভিত্তি করে পূর্বচক্রের প্রতিটি অঞ্চল থেকে একটি করে সেরা স্কুল নির্বাচন করে ব্লকের মোট ১০টি স্কুলকে পুরস্কৃত করা হয়। ভালো কাজের জন্য আরও ১৪টি স্কুলকে উৎসাহিত করতে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি বিগত প্রায় আট বছরে অবসরপ্রাপ্ত ৬১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়।


    ৪২ নম্বর রাজপুত বাহুড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম বলেন, অঞ্চলে আমার স্কুলের কয়েকজন ছাত্রছাত্রী পারফরম্যান্সের ভিত্তিতে ডিজিটাল ট্যাব পেয়েছে। আগামী দিনে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে এই ট্যাব দেওয়া হবে। স্কুলগুলির মধ্যে ভালো করার প্রতিযোগিতা বাড়বে, তাতে ছাত্রছাত্রীদের লাভ হবে।


    ৪৪নম্বর ব্রাহ্মণটুলি নয়াপাড়া প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা কবিতা ঘটক বলেন, অবসর গ্রহণের পর কেউ এমন করে ডেকে সম্মান জানায়নি। ওরা আমাদের ভুলে যায়নি। অনেকের সঙ্গে সাক্ষাৎ হল, বর্তমান সময়ের শিক্ষক শিক্ষিকারা অনেক কাজ করছে, খুবই ভালো লাগছে।
  • Link to this news (বর্তমান)