আবাসে অনিয়মের অভিযোগে শাঁখা গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, রঘুনাথপুর: আবাস তালিকায় অনিয়মের অভিযোগ তুলে সোমবার রঘুনাথপুর-১ ব্লকের শাঁখা গ্রাম পঞ্চায়েতে বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখায়। এদিন বিজেপির মহিলা কর্মীরা ঝাঁটা নিয়ে পঞ্চায়েতে বিক্ষোভ দেখান। বিক্ষোভ সামাল দিতে রঘুনাথপুর থানার বিশাল পুলিস বাহিনী মোতায়ন করা হয়েছিল। বিক্ষোভে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা এসসি মোর্চার সভাপতি মামনি বাউরি, মণ্ডল সভাপতি সন্তু তেওয়ারি, প্রাক্তন পঞ্চায়েত প্রধান বাবন বাউরি প্রমুখ উপস্থিত ছিলেন।
রঘুনাথপুর-১ বিডিও রবিশঙ্কর গুপ্তা বলেন, ওই পঞ্চায়েতে বিজেপির যখন বোর্ড ছিল, সেই সময় তালিকা তৈরি করা হয়েছিল। তালিকার বিষয়ে পঞ্চায়েতকে সেই সময় একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু, তারা কোনও সহযোগিতা করেনি। সত্যিই যারা আবাস পাওয়ার যোগ্য তাদের নাম তালিকায় রয়েছে। বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে।
বিজেপির তরফে জানানো হয়েছে, যারা আবাস পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অথচ যারা তৃণমূল করে, বড়লোক তাদের নাম তালিকায় রয়েছে। তালিকা সংশোধনের জন্য দল একাধিকবার অভিযোগ জানিয়েছে। কিন্তু, তারপরেও প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। বিজেপি নেতা সন্তুবাবু বলেন, আগে বিজেপির পঞ্চায়েত থাকলেও প্রশাসন তৃণমূলের সদস্যদের নিয়ে তালিকা তৈরি করেছিল। আমরা তালিকা সংশোধনের জন্য ব্লকে অনশন ও রাত্রিযাপন পর্যন্ত করেছিলাম। কিন্তু, তারপরেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে যে তালিকা দেখা যাচ্ছে, তাতে বিজেপি করার জন্য অনেক যোগ্য ব্যক্তির নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অথচ তালিকায় প্রচুর অবস্থা সম্পন্ন তৃণমূল কর্মীর নাম রয়েছে। আমাদের কাছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান সুপর্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, আবাস তালিকার সার্ভের কাজ প্রশাসনের আধিকারিকরা করেছেন। তাই এবিষয়ে কিছু বলার নেই। রঘুনাথপুর-১ ব্লকের যুব তৃণমূল সভাপতি হিমাংশু মণ্ডল বলেন, বিজেপির কাজই হল বাংলার উন্নয়নের যে কোনও কাজে রাজনীতি করা। কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রেখেছে, সেই নিয়ে বিজেপির কোনও আন্দোলন নেই। দিদি আবাসের টাকা দিচ্ছে, সেটা ওদের সহ্য হচ্ছে না। তাই অযথা রাজনীতি করতে পথে নেমেছে। -নিজস্ব চিত্র