• নেতাজির পদার্পণের দিনটিকে স্মরণ করে মিছিল পলাশকোলায়
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর পুরুলিয়া জেলায় এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে অন্তত ২০-২২টি সভা করেছিলেন। নেতাজির পদার্পণের দিনটি স্মরণ করতে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করলেন পুরুলিয়ার বাসিন্দারা।


    নেতাজি যখন পুরুলিয়ায় এসেছিলেন, সেই সময় আদ্রার পলাশকোলায় পৌঁছলে নেতাজির গলায় মালা দিয়ে বরণ করেন মাত্র তিন বছরের ছোট্ট বালিকা বন্দনা ঘোষ। তাঁর বাড়ি আনাড়ায়। সোমবার তাঁকে সামনে রেখে মিছিল করে আদ্রা পলাশকোলা নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। পলাশকোলা বিদ্যাসাগর বিদ্যাপীঠ থেকে বিবেকানন্দ ক্রীড়াঙ্গন পর্যন্ত মিছিল হয়। উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক বাসুদেব বাউরি, উৎপল গঙ্গোপাধ্যায়, তাপস দত্ত, মঙ্গল দে, রঘুনাথপুর পুরসভার কাউন্সিলার সুশান্ত ঘোষ ওরফে কাল্টু প্রমুখ। বাসুদেববাবু বলেন, নেতাজির স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে আমরা আদ্রা-কাশীপুর রোডের নাম পাল্টে নেতাজি সুভাষচন্দ্র বসু রোড নামকরণের দাবি জানাচ্ছি। রাস্তার দু’ধারে সমস্ত দোকান ও বাড়ির সামনে আদ্রা-কাশীপুর নেতাজি সুভাষচন্দ্র বসু রোড লেখার আবেদনও রাখা হয়েছে। 


    প্রসঙ্গত, ১৯৩৯ সালে ২০ এপ্রিল কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে দেন সুভাষচন্দ্র। গঠন করেন নতুন দল ফরওয়ার্ড ব্লক। ওই বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ১৯৪০ সালের মার্চে রামগড়ে জাতীয় কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশন হওয়ার কথা ছিল। 


    কংগ্রেস ব্রিটিশের সঙ্গে আপোস-নীতি চূড়ান্ত করবে, এটা ধরে নিয়ে সুভাষচন্দ্র ওই একই সময়ে রামগড়েই আপোস বিরোধী সম্মেলন করবেন বলে ঠিক করেন। তার আগেই ৯ ডিসেম্বর তিনি মানভূমে আসেন। জ্বর গায়ে সুভাষচন্দ্র ২০-২২টি সভা করেছিলেন।
  • Link to this news (বর্তমান)