সংবাদদাতা, সিউড়ি: রবিবার মধ্যরাতে দুবরাজপুরের আরবিএসডি হাইস্কুলে ৫০ হাজার টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় সোমবার বার্ষিক পরীক্ষা আধঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। পুলিস ও স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের অফিস ও প্রধান শিক্ষকের ঘর সহ ১৯টি আলমারির তালা ভেঙেছে দুষ্কৃতীরা। প্রধান শিক্ষকের ঘরের আলমারির লকার ভেঙে প্রায় ৫০হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। এই টাকা পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের জন্য নেওয়া হয়েছিল বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সেই সঙ্গে চুরির পর স্কুলের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গিয়েছে চোরেরা। সোমবার সকালে ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিস।