তৃণমূল কংগ্রেসের প্রথম ‘শহিদ’ প্রধান সিং মুড়ার স্মরণসভা
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: তৃণমূল কংগ্রেসের প্রথম ‘শহিদ’ প্রধান সিং মুড়ার স্মরণসভা অনুষ্ঠিত হল পুরুলিয়ার বাঘমুণ্ডিতে। সোমবার বাঘমুণ্ডির তনতন গ্রামে প্রধান সিং মুড়ার বাড়িতে যান স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাত সহ তৃণমূল নেতৃত্ব। সেখানে তৃণমূলের প্রথম শহিদের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক। শহিদের বউদি জ্যোতি সিং মুড়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারপর গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এরপর বাড়েরিয়া মোড়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া, মহিলা সভানেত্রী সুমিতা সিং মল্ল, জেলার চেয়ারম্যান হংসেশ্বর মাহাত, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রধান সিং মুড়ার সংগ্রামী জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন তাঁরা।
বিধায়ক বলেন, ১৯৯৮ সালের ৯ডিসেম্বর এই বাড়েরিয়া মোড়েই গণহত্যা করা হয়েছিল মাত্র ২০ বছর বয়সি যুবক প্রধান সিং মুড়াকে। তিনি এখানে জলবিদ্যুৎ প্রকল্পে পাম্প স্টোরেজের নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের নায্য মজুরির দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তুলেছিলেন। তাঁর এই ভূমিকা মেনে নিতে পারেনি তত্কালীন বাম নেতৃত্ব। তাই তাঁকে প্রকাশ্যে খুন করা হয়। তিনি পঞ্চায়েতের সদস্যও ছিলেন। ছেলের খুনের পর প্রধান সিং মুড়ার বাবা শপথ নিয়েছিলেন, রাজ্যে পালাবদল না হলে তিনি ছেলের পরলৌকিক ক্রিয়া করবেন না। ২০১১ সালে পালাবদলের পর তাঁর পরলৌকিক ক্রিয়া করে পরিবার।