• খাস জমি দখল করে কাশীপুরে বেড়া 
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রঘুনাথপুর: কাশীপুর ব্লকের কালীদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় খাস জমি (পাট্টা দেওয়া) দখল করে একটি সংস্থার বিরুদ্ধে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে কালীদহ পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন পঞ্চায়েত এলাকার উলুবেড়িয়া ও বারাহাগোড়া মোড়ের মাঝে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে এলাকার দুই শতাধিক পুরুষ ও মহিলা শামিল হয়েছিলেন।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীদহ পঞ্চায়েত এলাকার জেএল নম্বর ৮৬, প্লট নম্বর ৮২। এর মধ্যে মোট ২১ একর জমি রয়েছে। তার মধ্যে ৭ একর সরকারি খাস জমি। বাকি জমি ব্যক্তি মালিকানাধীন। সেই খাস জমির মধ্যে বর্তমানে সরকারের তরফ থেকে এলাকার কিছু ব্যক্তিকে চাষ করার জন্য কিছু জমি পাট্টা দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় জমি মালিকদের নিকট তাদের জমি ক্রয় করে বহিরাগত কিছু লোক কারখানা করার নামে সমস্ত জমিটি (২১ একর) বেড়া দেওয়ার কাজ শুরু করেছে।


    বিক্ষোভে শামিল ধনঞ্জয় বাউরি, নির্মল সরেন, রামলাল হাঁসদা বলেন, বর্তমানে একটি সংস্থা কারখানা করার নাম করে খাস জমি দখল করে বেড়া দেওয়ার কাজ শুরু করেছে। আমাদের পাট্টা দেওয়া চাষের জমিগুলিকে দখল করে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পঞ্চায়েত, ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।


    কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস বলেন, অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে তদন্ত করে দেখার জন্য জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)