• রাসে ভস্মীভূত বড়শ্যামা মাতা-র পুনরায় পুজো
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মায়াপুর: গত ১৬ নভেম্বর রাসের বিসর্জনের শোভাযাত্রার (স্থানীয়ভাবে যা ‘আড়ং’ নামে পরিচিত) রাতে সমগ্র নবদ্বীপবাসী এক অভাবনীয় দুঃখজনক ঘটনার সাক্ষী হয়েছিল। বৈদ্যুতিক ফিডার লাইনের শর্ট সার্কিটের ফলে আগুন লেগে পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় বড়শ্যামা মাতার সুউচ্চ প্রতিমা। কয়েক লক্ষাধিক টাকার সোনা, রূপো ও বহুমূল্য অলংকারাদি আগুনে গলে গেছে বলে জানা যায়। এমতাবস্থায় আগামী ১৫ ডিসেম্বর, রবিবার পূর্ণিমায় পুনরায় মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। শ্রীশ্রীবড়শ্যামা মাতার মন্দির প্রাঙ্গণে টাঙ্গানো এক বিজ্ঞপ্তি দিয়ে মন্দিরের ট্রাস্টীবোর্ড কর্তৃপক্ষ জনসাধারণকে এই খবর জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পুজোর দিন ট্রাস্টি বোর্ডের সদস্য সহ অন্য কারোর কাছ থেকেই কোনও পুজো বা মানসিক পুজো নেওয়া হবে না। একমাত্র ট্রাস্টি বোর্ডের স্ব-ব্যবস্থাপনায় পুজো হবে। কর্তৃপক্ষের তরফে এই ব্যাপারে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।


    এপ্রসঙ্গে ‘দি ট্রাস্টিস্‌ অব্‌ শ্রীশ্রীবড়শ্যামা মাতা’-র ম্যানেজিং ট্রাস্টি তথা সমাজসেবী লক্ষ্মীনারায়ণ চট্টোপাধ্যায় জানান, এখানে বছরে একবারই প্রতিমা গড়িয়ে পুজো করার বিধান আছে। তাই এখন সমস্ত রকম নিয়ম মেনে তন্ত্রাচারে ঘটেই পুজো হবে। তবে কোনওরকম বলি হবে না। তিনি আরও জানান, ১৯৭৪ সালেও ঠিক এমনিভাবেই আড়ংয়ের শোভাযাত্রার রাতে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে শর্ট সার্কিটে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় দেবী প্রতিমা।
  • Link to this news (বর্তমান)