বেসরকারি বাস মালিকের দাপটে বন্ধ কলকাতাগামী সরকারি বাস
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
পিনাকী ধোলে, মানবাজার: স্থানীয় মানুষের সুবিধার্থে পুরুলিয়ার মানবাজার থেকে সরকারি বাস পরিষেবা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবাজার থেকে সরাসরি কলকাতার বাস চালু হওয়ায় ব্যাপক উপকৃত হয়েছিলেন বাসিন্দারা। অভিযোগ, স্থানীয় এক বেসরকারি বাস মালিক ও দাপুটে এক তৃণমূল নেতার বাধায় উদ্বোধনের কয়েক মাস পরই বন্ধ হয়েছে কলকাতাগামী সরকারি বাস পরিষেবা। বেসরকারি বাস মালিকের ‘ক্ষতি’ হতে পারে, এই আশঙ্কায় বান্দোয়ান থেকে কলকাতাগামী বাসটি আর মানবাজার হয়ে যায় না।
২০২১ সালের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর হাত ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর উদ্বোধন হয় মানবাজারে। কথা ছিল, এই ডিপো থেকেই কলকাতা, দীঘা, দুর্গাপুর, আসানসসোল, বর্ধমান, তারাপীঠ, খড়্গপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে বাস চলবে। কিন্তু বর্তমানে বাস চলাচল মাত্র কয়েকটি রুটেই সীমাবদ্ধ। শুধু তাই নয়, কলকাতার মতো গুরুত্বপূর্ণ রুটেই বাস চলাচল পুরোপুরি বন্ধ। সূত্রের খবর, কলকাতাগামী বাস কয়েকমাস চলেছিল। কিন্তু বর্তমানে তা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয়রা। বাধ্য হয়ে বেশি টাকা ভাড়া দিয়ে বেসরকারি বাসে যাতায়াত করতে হচ্ছে।
কেন বন্ধ সরকারি বাস পরিষেবা? মানবাজার ডিপোয় কর্মরত কয়েকজন কর্মীর বক্তব্য, কলকাতা যাওয়ার বাসে যাত্রী হয় না। বাস লোকসানে চলে, তাই বন্ধ। তবে, বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। মানবাজার থেকে কলকাতাগামী মোট চারটি বেসরকারি বাস রয়েছে। দু’টি ভোর বেলায়, অন্য দু’টি রাতে চলে। স্থানীয় একটি বইয়ের দোকানে গেলেই বাসের টিকিট পাওয়া যায়। টিকিটের চাহিদা এমনই যে অনেক সময় বাসে সিট পাওয়া দায় হয়। অর্থাৎ সরকারি বাসে যাত্রী না হওয়ার যুক্তি যে সর্বৈব মিথ্যা, তা বলার অপেক্ষা রাখে না। তাহলে প্রশ্ন উঠছে, কেন এরকম বললেন সরকারি ডিপোর কর্মীরা? বাসস্ট্যান্ডে কান পাতলে শোনা যায়, এক দাপুটে তৃণমূল নেতার কথা। ওই নেতারও বেনামে বাস, পেট্রোলপাম্প রয়েছে বলে শোনা যায়। অভিযোগ, কলকাতাগামী সরকারি বাস চললে তার প্রভাব পড়বে বেসরকারি বাস পরিবহণে। সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি বাস। এমনকী, এনিয়ে একবার সরকারি বাসের কর্মীদের মারধরও করা হয়েছিল বলে অভিযোগ। তারপর থেকেই বন্ধ সরকারি বাস। এনিয়ে মানবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ পাত্র বলেন, মানবাজারে সরকারি বাস ডিপো থাকা সত্ত্বেও কলকাতায় বাস যায় না, এটা দুর্ভাগ্যজনক। সরকারি বাস পরিষেবা চালু হলে বাসিন্দারা সত্যিই উপকৃত হবেন। এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, জঙ্গলমহলের মানুষের জন্য আগের সরকার কিছু ভাবেনি। কিন্তু মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় এসে জঙ্গলমহলের মানুষের জন্য ভেবেছেন। জঙ্গলমহলে সরকারি বাস ডিপো তৈরি হয়েছে। গুটিকয়েক নেতার জন্য যদি মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয় তা বরদাস্ত করা হবে না।