খানাকুলে থমকে রাজ্য সড়ক সংস্কারের কাজ, অবরোধ, দুর্ভোগ
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দীর্ঘদিন ধরে থমকে রাস্তা নির্মাণের কাজ। খানাখন্দে ভরে গিয়েছে রাস্তার বিভিন্ন অংশ। ধুলোঝড়েও নাজেহাল বাসিন্দারা। অবিলম্বে রাস্তা মেরামতির দাবিতে অবরোধ করে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। সোমবার সকালে খানাকুলের তিলকচক মোড় ব্যবসায়ী সমিতির সদস্যরা শামিল হন অবরোধে। তাতে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। অবরোধের খবর পেয়ে খানাকুল থানার পুলিস আসে। দ্রুত মেরামতির আশ্বাস দিলে অবরোধ ওঠে। দ্রুত রাস্তা তৈরির ব্যাপারে আশ্বাস দিয়েছে পূর্তদপ্তরও।
পূর্তদপ্তরের আরামবাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনির্বাণ দে বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। দেরি হওয়ার জন্য আইনি ব্যবস্থাও নিয়েছে দপ্তর। আশা করি, শীঘ্রই কাজ শুরু হবে।
ব্যবসায়ী সমিতির তরফে স্বরূপ ঘোষ, প্রশান্ত দলুই, অভিজিৎ মান্না বলেন, রাস্তাটি নির্মাণের জন্য বছর খানেক আগে পিচ তুলে ফেলে প্রাথমিক কাজ শুরু করা হয়। তারপর থেকে আর কাজ হয়নি। ফলে রাস্তায় থাকা পাথরের টুকরো উঠে গিয়ে বিপজ্জনক চেহারা নিয়েছে। নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। ধুলোর যন্ত্রণাতেও আমরা নাজেহাল। এর আগেও আন্দোলন হয়েছিল। কিন্তু, লাভ কিছু হয়নি। তাই এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে। কিন্তু, দ্রুত কাজ শুরু না হলে ফের আন্দোলন হবে।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, পুরশুড়ার সামন্ত রোড থেকে খানাকুল পর্যন্ত এই রাস্তার দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। সামন্ত রোড থেকে একাংশ কাজ হলেও পরে তা থমকে যায়। তারপর বন্যা পরিস্থিতিতে রাস্তার অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। রাস্তার বেহাল দশার মধ্যেই পুজো কেটে যায়। কিন্তু, তারপরেও রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি।