• সাঁইথিয়ায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, সিউড়ি: সোমবার সন্ধ্যায় সাঁইথিয়ার বামনি গ্রামের বাসস্ট্যান্ডে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হল। আরও তিনজন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতদের নাম বিকাশ মণ্ডল(৫০) ও শুভম ধীবর (২১)। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরবাইক অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সেইসময় মুখোমুখি সংঘর্ষ হয়। একটি মোটরবাইকে চালকের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও ছেলে। দু’জনকেই গুরুতর জখম অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য মোটরবাইকে তিনজন ছিলেন। ঘটনাস্থলেই দু’টি বাইকের চালকের মৃত্যু হয়েছে। মৃত বিকাশবাবুর ভাই প্রকাশ মণ্ডল বলেন, বউদি এবং ভাইপোকে নিয়ে দাদা সাঁইথিয়ায় নিজের বাড়িতে ফিরছিল। দুর্ঘটনার পর সেখান থেকে আমাদের কাছে ফোন আসে। খবর পেয়ে সিউড়ি হাসপাতালে এসেছি। এখানে এসে শুনলাম দাদা মারা গিয়েছে। বউদি ও ভাইপো জখম অবস্থায় ভর্তি রয়েছে।
  • Link to this news (বর্তমান)