• গ্যারাজে জমার আগেই বাসকর্মীর থেকে ছিনতাই ২০ হাজার টাকা
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: বেসরকারি বাস মালিক ও কর্মীকে মারধর করে টাকা ছিনতায়ের অভিযোগ উঠল ময়নাগুড়িতে। রবিবার রাতে ব্যাংকান্দি এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে বেসরকারি বাসের কন্ডাকটর জয়ন্ত চট্টোপাধ্যায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিস। জয়ন্তবাবুর মাথা ফেটে গিয়েছে।


    রবিবার রাতে বাসের কন্ডাকটর জয়ন্তবাবু কাজ শেষে গাড়ি মালিকের বাড়িতে রাখতে যান। গাড়িটি কিছুদিন আগে একটি গ্যারেজে মেরামত করা হয়েছিল। সেখানে ২১ হাজার টাকা বাকি রয়েছে। সে কারণেই গাড়ির মালিক গণেশ মণ্ডল জয়ন্ত চট্টোপাধ্যায়কে কুড়ি হাজার টাকা গ্যারেজে জমা দেওয়ার জন্য দেন। সেই মতো জয়ন্তবাবু টাকা টোটো ধরবেন বলে রাস্তায় এসে দাঁড়ান। সেখানে বাস মালিকও দাঁড়িয়েছিলেন। অভিযোগ, হঠাৎই দুটি বাইকে তিনজন তাঁদের সামনে এসে দাঁড়ায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে দুজনকে মারধর করে। অভিযুক্তরা কাটা পাথর দিয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়ের মাথায় আঘাত করে। তাঁর থেকে ছিনিয়ে নেওয়া হয় কুড়ি হাজার টাকা। এরপর সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। 


    বাস মালিক গণেশ মণ্ডল বলেন, আমার সামনে ঘটনাটি ঘটেছে। তিনজন  অভিযুক্ত ছিল। আমার গাড়ির কর্মীকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি অসুস্থ রয়েছেন। সারা শরীরে আঘাত লেগেছে। তাঁর হাত ফুলে গিয়েছে। মাথায় দুটি সেলাই পড়েছে। আমাকেও মারধর করা হয়েছে। 


    জখম জয়ন্তবাবু বলেন, হঠাৎই অভিযুক্তরা আমার সামনে চলে আসে। টাকা জমা দিয়ে হাসপাতাল পাড়ার বাড়িতে ফিরে যেতাম। সেই জন্য টোটোর খোঁজ করছিলাম। ওরা এসে টাকা ছিনতাই করে নেয়। আমাকে মারধর করে। আমি থানায় অভিযোগ জানিয়েছি। অভিযুক্তদের শাস্তি চাই। 


    এই ব্যাপারে ময়নাগুড়ি থানা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। বাইক চালকদের পরিচয় জানার জন্য সিসিক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। বাইকের নম্বর দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টায় রয়েছে পুলিস।  আহত কন্ডাকটর জয়ন্ত চট্টোপাধ্যায়। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)