‘বাংলার বাড়ি’র তালিকায় নাম বাতিল বেলগাছি চা বাগানের ৫০ জন শ্রমিকের
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, নকশালবাড়ি: এক-দুজন নয়, একঝটকায় ৫০জনের নাম ‘বাংলার বাড়ি’র তালিকা থেকে বাদ গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির বেলগাছি চা বাগানে। দুঃস্থ চা শ্রমিকরা কেন সরকারি ঘরের তালিকা থেকে বাদ গেলেন, তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। ক্ষোভে-রাগে সোমবার ৫০জন শ্রমিক নকশালবাড়ির বিডিও অফিসে জড়ো হন। সেখানে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা। তাঁরা বিডিওকে সার্ভে নিয়ে অভিযোগ জানান।
ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, সার্ভে না করেই তালিকা থেকে তাঁদের নাম বাতিল করা হয়েছে। যদিও বিডিও প্রণব চট্টরাজের দাবি, চারটি পর্যায় সার্ভে হয়েছে। এমনকি যাদের নাম বাতিল হয়েছে, তাদের ওবজেকশন করার জন্য ২৭ নভেম্বর থেকে সাতদিনের সময় দিয়ে নোটিস জারি করা হয়েছে। তবে শ্রমিকরা সাফ জানিয়েছেন, এরকম কোনও নোটিসের ব্যাপারে তাঁদের জানানো হয়নি। এই প্রসঙ্গ উঠতেই বিডিও অফিসে দুই পক্ষের বাকবিতণ্ডা বেঁধে যায়।
সেখানে উপস্থিত পঞ্চায়েত সদস্যা বারতি দেবীর অভিযোগ, বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কিছু জানাননি। শেষদিনে বিষয়টি জানতে পেরেছি। এনিয়ে ব্লক প্রশাসনও কোনও মাইকিং করেনি। তাঁর কথায়, আবাস তালিকায় চা বাগানের ১৫১জনের নাম ছিল। তাতে ৫০জনের নাম বাতিল করে দিয়েছে।
এদিন চা শ্রমিক এডওয়ার্ড মিঞ্জ, সঞ্জয় লোহার, মুন্না রায় বলেন, বাগানের কাজ চলাকালীন সরকারি আধিকারিকরা পরিদর্শনে আসছেন। শ্রমিকরা সেই সময় কাজে ব্যস্ত থাকেন। তাই আধিকারিকরা তাঁদের হাতের সামনে না পেয়ে তালিকা থেকে নামই কেটে দিচ্ছেন। ওবজেকশন করার বিষয়টিও প্রশাসন থেকে জানায়নি।
এই ব্যাপারে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ বলেন, বিষয়টি ব্লক প্রশাসন দেখছে। তারা সার্ভে করেছে। তারাই নোটিস করেছিল। এনিয়ে তাদের এলাকায় প্রচার করার কথা। ২০২২ সালের সার্ভের পর ১২১০ জনের নাম তালিকায় উঠেছিল। তাতে এবারের সার্ভের পর ৭৯৯ জনের নাম আবাসে রয়েছে।
এমন অভিযোগ পেয়ে নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ বলেন, সার্ভেয়ার, সুপার সার্ভেয়ার, ক্রসচেকার, জেলা ও মহকুমা থেকে সার্ভে করার পর আবাসে নাম তোলা হয়েছে। পরে সেই নামের সূচী সাতদিন বিডিও অফিস, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সহ সবর্ত্র রাখা হয়েছিল। আমরা সব রকমভাবে বিষয়টি প্রচার করেছি। যাদের নাম বাদ পড়েছে, অনেকে ওবজেকশন জমা করেছেন। তা সত্বেও যাদের নাম বাদ গিয়েছে তাঁদের বিষয়টি অবশ্যই দেখা হবে।