সংবাদদাতা, ইটাহার: স্কুল থেকে পরীক্ষা দিয়ে ভাড়া বাড়িতে ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর জখম হল এক ছাত্রী। সোমবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দাসপাড়া এলাকায়, ইটাহার বালুরঘাট রাজ্য সড়কে। জখম ছাত্রীর নাম সুস্মিতা দেবশর্মা। তার বাড়ি কালিয়াগঞ্জের ফতেপুরে। সে ইটাহারের কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। পরীক্ষা দিয়ে হেঁটে ইটাহারের দাসপাড়া এলাকার ভাড়া বাড়িতে ফিরছিল সুস্মিতা। সেসময় বালুরঘাটমুখী একটি বাইক তাকে পিছন থেকে ধাক্কা মারে। জখম ছাত্রী রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি। চালক সহ বাইকটিকে আটক করে পুলিস।