• শিবপুর মাদ্রাসার পরিচালন সমিতির ভোটের মনোনয়ন জমা
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের শিবপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট আগামী ২২ ডিসেম্বর। সোমবার ছিল মনোনয়ন জমার শেষ দিন। ৬ আসন বিশিষ্ট মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস ও সিপিএম আসন সমঝোতা করে লড়াইয়ে নেমেছে। এদিন ছ’টি আসনেই মনোনয়ন জমা দেয় তৃণমূল। তিনটি করে আসনে মনোনয়ন জমা দেয় কংগ্রেস ও সিপিএম। একজন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন অশান্তি এড়াতে মাদ্রাসা চত্বরে বিশাল পুলিস বাহিনী মোতায়েন ছিল। 
  • Link to this news (বর্তমান)