সংবাদদাতা, করণদিঘি: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে করণদিঘি বিডিও অফিসে বসল শিল্পের সমাধান শিবির। সোমবার শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী প্রমুখ। সভাধিপতি জানান, দুয়ারে সরকারের মতো শিল্পের সমাধান ক্যাম্পে শিল্প সংক্রান্ত প্রায় ২০টি পরিষেবা পাবেন মানুষ। জেলার নয়টি ব্লকে এই ক্যাম্প চলছে।