সংবাদদাতা, ইটাহার: ঘন কুয়াশার ফলে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বেকিডাঙা এলাকায়। গুরুতর জখমদের নাম গৌরব কুমার ও নিগম কুমার। তাঁরা বিহারের বাসিন্দা। পুলিস জানিয়েছে, ফ্যাক্টরিতে কাজ সেরে রায়গঞ্জ থেকে ওই তিন শ্রমিক ইটাহার হয়ে মালদহের সামসি যাচ্ছিলেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়।