সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পীর সৈয়দ কিবলা ফজলুর রহমানের স্মৃতিতে হরিশ্চন্দ্রপুরের গাঙ্গোর ও কুশলপুর গ্রামে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে উরস। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৭১ সাল থেকে হয়ে আসছে এই মেলা। মেলাকে ঘিরে দুদিন কাওয়ালি প্রতিযোগিতা হয়।