• পুরাতন মালদহ পুরসভায় কার্নিভাল নিয়ে বৈঠক
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার পুরাতন মালদহ পুরসভা ভবনে কার্নিভাল নিয়ে বৈঠক হল। পুরসভা জানিয়েছে, কার্নিভালের তারিখ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী সপ্তাহে বিওসি (বোর্ড অফ কাউন্সিল) মিটিং ডাকা হবে। সেখানে আলোচনা করে বিস্তারিত জানানো হবে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, এদিন প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী দিনে আলোচনা করে ফাইনাল জানানো হবে। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা বলেন, নতুন বছরের শুরুতে কার্নিভাল হোক, আমরা চাই। আগামী বিওসিতে এনিয়ে আলোচনা হবে। 
  • Link to this news (বর্তমান)