কালিয়াচকে ৫৪০ বোতল কাফ সিরাপ উদ্ধার
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, কালিয়াচক: ৫৪০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল কালিয়াচক থানার পুলিস। যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা। পুলিস জানিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিসের একটি দল। তারা আম বাগানের মধ্যে যেতেই দু’টি বস্তা দেখতে পায়। সেই বস্তা খুলতেই ওই কাফ সিরাপ উদ্ধার হয়। তবে পুলিসের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
Link to this news (বর্তমান)