• বালুরঘাটে কনভেনশন
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: সোমবার সারাভারত অগ্রগামী কিষান সভার কনভেনশন হল বালুরঘাটে। সেই কনভেনশনে এসে কৃষকদের স্বার্থে নানা দাবি তুললেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত অগ্রগামী কৃষাণ সভার রাজ্য সম্পাদক গোবিন্দ রায়। কৃষকদের স্বার্থ তো বটেই, সীমান্তবর্তী জেলায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন তিনি। সোমবার বালুরঘাটের সদরঘাট এলাকায় দলীয় কার্যালয়ে কনভেনশন হয়। কনভেনশন শেষে একটি মিছিল করেন ফরওয়ার্ড ব্লকের কর্মীরা।
  • Link to this news (বর্তমান)