সংবাদদাতা, কালিয়াগঞ্জ: পরিত্যক্ত বাজার সংস্কার করে ফের চালু করার উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা পরিষদ। কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলো রোডে বাম আমলে তৈরি হয়েছিল বাজার। কিন্তু সেটি চালু না হওয়ায় দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। অবশেষে ভবনটি ১০ লক্ষে সংস্কার করে বাজার বসার উপযোগী করা হচ্ছে। জেলা পরিষদ ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু করেছে। ভবনের শেডের ভাঙা অ্যাসবেস্টস টিন পাল্টে রঙিন টিন লাগানোর পাশাপাশি চলছে কংক্রিটের কাজ। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন, কিছুদিন আগে বাজার চালু করতে পরিদর্শন করা হয়েছিল। ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ভবনটি সংস্কারের পাশাপাশি রঙ করে সাজিয়ে তোলা হচ্ছে। নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা হচ্ছে। এই বাজারে সন্ধ্যায় দোকান বসবে। মার্চ মাসের মধ্যে বাজার শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় বাজারটিতে জুয়ার ঠেকের পাশাপাশি অসামাজিক কাজকর্ম বাড়ছিল। অবশেষে বাজার শুরুর পরিকল্পনায় খুশি স্থানীয়রা। এলাকার বাসিন্দা উদয় রায় বলেন, বাজারটি চালু হলে ভালো হয়। স্থানীয় বাসিন্দা ভ্যানচালক শঙ্কর চৌধুরী বলেন, সন্ধ্যায় শহরে সেরকম কোথাও বাজার বসে না। এই বাজার শুরু হলে ভালোই হবে।