• পুলিসকে বাধা, গ্রেপ্তার নয়
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, চোপড়া: অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়ল পুলিস। সাময়িক বাধার মুখে পড়লেও পরে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিস। সোমবার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মিলিকবস্তি এলাকার ঘটনা।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, পুরনো এক মামলায় মিলিকবস্তির সাধন সমাজদারকে এদিন গ্রেপ্তার করতে যায় চোপড়া থানার পুলিস। সাধনকে বাড়িতে না পেয়ে তল্লাশি শুরু করে পুলিস। পরে পুলিস জানতে পারে, সাধন কোনও এক নেশার আখড়ায় বসে রয়েছে। সেখানে সাধনকে ধরতে গেলে গ্রামবাসীদের একাংশ পুলিসকে বাধা দেয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। খবর পেয়ে চোপড়া থানার বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)