• পুড়ে যাওয়া যাত্রী প্রতীক্ষালয় পরিদর্শন
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: জেলাপ্রশাসনিক ভবনের সামনে পুড়ে যাওয়া যাত্রী প্রতীক্ষালয়টি নতুন করে নির্মাণ করবে বালুরঘাট পুরসভা। সোমবার প্রতীক্ষালয়টি পরিদর্শন করে এমনটাই জানান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। গত ৫ ডিসেম্বর ভোরে প্রতীক্ষালয়টি আগুনে পুড়ে যায়। প্রতীক্ষালয়ে থাকা মনীষীদের ছবিও পুড়ে ছাই হয়ে যায়।  প্রতীক্ষালয়ের পাশে বিদ্যুতের খুঁটিতে লাগানো দুটি সিসি ক্যামেরাও নষ্ট হয়েছে। যাত্রী প্রতীক্ষালয়ের সামনেই জেলা প্রশাসনিক ভবন। প্রতীক্ষালয়টিকে সংস্কার করতে এদিন পরিদর্শন করেন পুরকর্তারা। 
  • Link to this news (বর্তমান)