• আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, কাল থেকে নামবে পারদ
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার থেকে আগামী দিন সাতেক রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ভারত থেকে পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায় উত্তুরে হাওয়া ফের সক্রিয় হবে। বুধবার থেকে কলকাতা সহ সব জেলাতেই তাপমাত্রা আরও কমবে। চলতি সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে কিছুটা বেশি মাত্রায় ঢোকার জন্য সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হাল্কা বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায় (৪ মিমি)। কলকাতা সহ জেলাগুলিতে ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। এদিন দুপুরের দিকে কলকাতার কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দপ্তরে ০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের তুলনায় প্রায় ১ ডিগ্রি বৃদ্ধি পেয়ে ১৬ ডিগ্রি অতিক্রম করে। আজও রাজধানী শহরের সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। জেলাগুলিতেও এদিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। 
  • Link to this news (বর্তমান)