• পরীক্ষা শেষের ৮ দিন পর প্রকাশিত হল টেস্ট পেপার
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল মাধ্যমিকের টেস্ট পেপার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং সচিব সুব্রত ঘোষ সোমবার টেস্ট পেপার প্রকাশ করেছেন। রামানুজবাবু জানান, ৩০ নভেম্বর মাধ্যমিকের টেস্ট শেষ হওয়ার পরেই দ্রুতগতিতে কাজ চলতে থাকে। আটদিন পর বা ন’দিনের মাথায় এই টেস্ট পেপার প্রকাশ করা সম্ভব হয়েছে। অন্যান্যবার পর্ষদের বিরুদ্ধে টেস্ট পেপার প্রকাশে দেরির অভিযোগ তোলে বিভিন্ন শিক্ষক সংগঠন। বেশ কিছু সংগঠন নিজেরাও টেস্টপেপারের ধাঁচে সাজেশনের বই এবং মডেল প্রশ্নপত্রের সংকলন প্রকাশ করে। একাধিক প্রকাশনীও একই ধরনের বই তৈরি করে বিক্রি করে। তাই পর্ষদের টেস্ট পেপার দেরিতে প্রকাশিত হলে তা নিয়ে আগ্রহ কমে যায় পড়ুয়াদের।


    এ প্রসঙ্গে রামানুজবাবুর বক্তব্য, টেস্ট না-হলে তো আর টেস্ট পেপার তৈরি করা যায় না। এ ধরনের অন্যান্য বইয়ে স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থাকে না। তারা নিজেদের মতো কিছু প্রশ্ন তৈরি করে সংকলন করে। ফলে, কিছুটা অপেক্ষা তো করতেই হবে। প্রসঙ্গত, গত বছর ১৯ ডিসেম্বর টেস্ট পেপার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এবছর অন্তত ১০ দিন এগিয়ে রয়েছে পর্ষদ। সূত্রের খবর, ১৬ ডিসেম্বর থেকেই টেস্ট পেপার হাতে পেতে শুরু করবে পড়ুয়ারা। যদিও, পর্ষদ সরকারিভাবে এমন কোনও বিবৃতি দিতে রাজি হচ্ছে না। তবে, আগের বারের চেয়ে অনেক আগেই বইটি হাতে মিলবে। 
  • Link to this news (বর্তমান)