মনোনয়নপত্র জমা দিলেন ঋতব্রত, বিভিন্ন জেলার বিধায়কদের একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যসভার নির্বাচনে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাঁর কাছ থেকে আশীর্বাদ নেন ঋতব্রত। বিধানসভার প্রধান সচিব তথা রাজ্যসভার ভোটে রিটার্নিং অফিসার সুকুমার রায়ের কাছে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। ঋতব্রতর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ। বাংলার একটি রাজ্যসভার আসনে উপ নির্বাচন হবে ২০ ডিসেম্বর। কিন্তু তৃণমূল বাদে অন্য কোনও দল প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন ঋতব্রত। এদিন বিধানসভায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তৃণমূলের বিধায়করা।
অন্যদিকে, এদিন বিধানসভায় দলের বিভিন্ন জেলার বিধায়কদের ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান পূর্ব মেদিনীপুর জেলার বিধায়করা। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন হওয়ার বিষয়ে বিধায়কদের কাছ থেকে খোঁজখবর নেন মমতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার নন্দীগ্রাম যাবেন কুণাল ঘোষ, দোলা সেন, দেবাংশু ভট্টাচার্য। সোমবার সেখানে যান তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিধায়ক উত্তম বারিককে উদ্দেশ করে মমতা বলেছেন, তুমি জেলা পরিষদের সভাধিপতি। সকলকে নিয়ে চলতে হবে। পাশাপাশি নদীয়া জেলার বিধায়করা একজোট হয়ে গিয়েছিলেন মমতার কাছে। কল্লোল খাঁ, রুকবানুর রহমান, উজ্জ্বল বিশ্বাস, নাসিরুদ্দিন আহমেদ, বিমলেন্দু সিংহ রায়, মানিক ভট্টাচার্যরা মমতার সঙ্গে দেখা করে অভিযোগ জানান সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সূত্রের খবর, মমতা বিধায়কদের নির্দেশ দিয়েছেন নিজের এলাকার দিকে নজর রাখতে।