• ‘বাংলার বাড়ি’: টাকা যাবে শুধু ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টেই
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার বাড়ির টাকা ছাড়ার আগে ছ’দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। শুধুমাত্র সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই উপভোক্তারা পাবেন বাংলার বাড়ির টাকা। আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তার আগে পঞ্চায়েত দপ্তরের তরফে প্রতিটি জেলা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পঞ্চায়েত দপ্তর।  রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কোনওভাবেই একজনের টাকা যাতে অন্যজনের অ্যাকাউন্টে না যায়, তার জন্য আমরা সচেষ্ট।  


    নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, সমীক্ষা চালিয়ে যে চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে, তাতে যাঁদের নাম রয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য মিলিয়ে দেখে নিতে হবে। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য একসঙ্গে করে প্রত্যেক জেলায় প্রশাসনকে পাঠাচ্ছে পঞ্চায়েত দপ্তর। তাতে থাকছে প্রথম ও দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে হোল্ডারের নাম, বর্তমানে সেই অ্যাকাউন্ট সক্রিয় না নিষ্ক্রিয় এবং তা আধার লিঙ্কযুক্ত আছে কি না, সবটাই দেখতে হবে।
  • Link to this news (বর্তমান)