• অভয়ার নামে বৃত্তি
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নৃশংস খুন-ধর্ষণের শিকার মেধাবী শিক্ষার্থী-চিকিৎসক অভয়ার স্মরণে ১০টি বৃত্তির ঘোষণা করল চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। সোমবার ফোরামের চিকিৎসক নেতারা জানান, সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্য থেকে বেছে নিয়ে ১০ জনকে এই বৃত্তি দেওয়া হবে। বৃত্তির নাম ‘অভয়া ডব্লুবিডিএফ স্কলারশিপ’। তাঁদের সংগঠন এবং সমাজের বিভিন্ন পেশার নামজাদা মানুষ নিয়ে তৈরি করা হবে কমিটি। তাঁরাই সবদিক বিচার করে বেছে নেবেন যোগ্যদের। ১০টি বৃত্তির মধ্যে ৫টি দেওয়া হবে মাধ্যমিক উত্তীর্ণদের, বাকি পাঁচটি বৃত্তি দেওয়া হবে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সুযোগ পাওয়াদের। এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রায় আড়াই হাজার চিকিৎসক শূন্যপদ পূরণের দাবি তোলেন সংগঠনের সদস্যরা।
  • Link to this news (বর্তমান)