• ‘আপকে দুয়ার’ মহিলা কমিশনের
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গ ললনাদের ‘মন’ পেতে এবার মমতা মডেলকেই অনুসরণ করতে চলেছে জাতীয় মহিলা কমিশন। ‘দুয়ারে সরকার’-এর আদলে এবার নারী নির্যাতন সংক্রান্ত ঘটনায় সুরাহা দিতে কমিশন নির্যাতিতার কাছে পৌঁছবে। আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর জাতীয় মহিলা কমিশন কলকাতার জাতীয় লাইব্রেরিতে বিশেষ শুনানির আয়োজন করতে চলেছে। যার পোশাকি নাম—রাষ্ট্রীয় মহিলা আয়োগ, আপকে দুয়ার। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে নারী নিগ্রহের ঘটনায় সাম্প্রতিক অতীতে বারবার সরব হয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগে সন্দেশখালি কাণ্ড নিয়ে জাতীয় পর্যায়ে আলোড়ন পড়ে গিয়েছিল। সেই সময় রাজ্য বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সামনে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সম্প্রতি সেই অর্চনাদেবী জাতীয় মহিলা কমিশনের সদস্য হয়েছেন। তাঁরই উদ্যোগে আগামী কাল বুধবার থেকে তিনদিন নির্যাতিতাদের অভিযোগ শুনতে কমিশন এই বিশেষ উদ্যোগ নিতে চলেছে। যার সঙ্গে রাজনৈতিক যোগের অভিযোগ তুলেছে শাসক তৃণমূল।     
  • Link to this news (বর্তমান)