• চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেপ্তার ২
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করল সিঙ্গুর থানার পুলিস। প্রায় একমাস আগে সিঙ্গুরের হরিশনগরের বাসিন্দা ধর্মেন্দ্র পাত্র তাঁর মোটর বাইক চুরির অভিযোগ দায়ের করেছিলেন। সম্প্রতি সেই মোটর বাইক উদ্ধার করে সিঙ্গুর থানার পুলিস। সোমবার তা ধর্মেন্দ্রবাবুকে ফিরিয়ে দেওয়া হয়। ধর্মেন্দ্রবাবু তাঁর বাইক ফিরে পেয়ে সিঙ্গুর থানার ওসি সুদীপ্ত সাধুখাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বাইক চুরি যাওয়ার পরে তা ফিরে পাওয়ার আশা করিনি। কিন্তু সিঙ্গুর থানার পুলিস কর্তারা আমাকে বারবার ভরসা দিয়েছেন। শেষপর্যন্ত আমি বাইক ফিরে পেয়েছি। সিঙ্গুর থানার পুলিস জানিয়েছে, ওই চুরির ঘটনায় দু’জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জনেই সিঙ্গুরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)