শীঘ্রই পাহাড়ের ৩ পুরসভায় ভোট, বিধানসভায় ইঙ্গিত দিলেন ফিরহাদ
বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট কবে, তা নিয়ে অনেকদিন ধরেই চর্চা রয়েছে রাজনৈতিক মহলে। আর এই চর্চার মধ্যেই পাহাড়ের তিন পুরসভা ভোটের ইঙ্গিত মিলল রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বক্তব্যে। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক বিশাল লামা প্রশ্ন করেন, কার্শিয়াং ও কালিম্পং পুরসভার ভোট অনেকদিন হয়নি। ভোট কবে হবে? প্রশাসনিক কারণের কথা উল্লেখ করে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ভোট করানোর চেষ্টা হচ্ছে। আশা করি, শীঘ্রই হবে।
মন্ত্রীর এই বক্তব্যের সূত্র ধরেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে, তাহলে কার্শিয়াং, কালিম্পং ও মিরিক পুরসভার ভোট নতুন বছরের গোড়াতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। ইংরেজি নতুন বছরের শুরুর মাসগুলিতে বিভিন্ন ক্লাসের ও সর্বভারতীয় স্তরের পরীক্ষার দিনক্ষণ দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে দেখা নেওয়া হবে পাহাড়ের সামগ্রিক ও বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন উৎসবের বিষয়গুলি। ফলে সব মিলিয়ে পর্যালোচনা করে পাহাড়ের তিন পুরসভার ভোট কবে হয়, তা নিয়ে আরও কিছুদিন আলোচনা চলবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।
প্রসঙ্গত, মেয়াদ উত্তীর্ণ বেশ কয়েকটি পুরসভার ভোট বাকি আছে। দীর্ঘদিন ধরে যে পুরসভাগুলির ভোট বকেয়া কিংবা প্রশাসকের মাধ্যমে পুরবোর্ড পরিচালিত হচ্ছে, সেখানে ভোট করানোর ভাবনাচিন্তা চলছে। এবিষয়ে আলাপ-আলোচনাও শুরু হয়েছে। হাওড়া, বালি, দুর্গাপুর কর্পোরেশন, হলদিয়া, পাঁশকুড়া, নলহাটি, ডোমকল, কুপার্স ক্যাম্প, পুজালি. রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ি, কার্শিয়াং, কালিম্পং ও মিরিক পুরসভার ভোট বাকি আছে। এই পুরসভাগুলিতে ভোট করানো নিয়েও ভাবনাচিন্তা রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপট ও সামগ্রিক সব পরিস্থিতি দেখে নিয়েই প্রশাসনিক স্তরে এগনো হবে বলে ধারণা রাজনৈতিক মহলের।
অন্যদিকে, ২০২১ সালে রাজ্যে সর্বশেষ পুরসভার ছাড়পত্র পায় ফালাকাটা। তারপর আর নতুন করে কোনও পুরসভা গঠিত হয়নি। এদিন বিধানসভার অধিবেশনে নতুন পুরসভা গঠনের বিষয়ে প্রস্তাব রাখেন বিধায়করা। মুর্শিদাবাদ জেলার লালগোলা, পুরুলিয়া জেলায় নতুন কোনও পুরসভা হবে কি না, বিধায়করা প্রশ্ন করেন বিধানসভার অধিবেশনে। তার উত্তরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পুরসভা গঠন করতে গেলে বেশ কিছু গাইডলাইন আছে। নির্দিষ্ট মাপকাঠি অনুসরণ করে নতুন পুরসভা গঠন করতে হয়। ফলে এখন নতুন পুরসভা গঠনের তেমন কোনও সম্ভাবনা নেই।