• নামল প্রথম উড়ান, এপ্রিলেই চালুর পথে নয়ডা বিমানবন্দর
    বর্তমান | ১০ ডিসেম্বর ২০২৪
  • নয়াদিল্লি: সাফল্যের সঙ্গে প্রথম উড়ান প্রক্রিয়া সম্পন্ন হল নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে। এর ফলে আগামী বছর এপ্রিল থেকে বিমানবন্দর সম্পূর্ণভাবে কাজ শুরু করতে পারবে বলে আশাবাদী অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআই) থেকে একজন কর্মী নিয়ে ইন্ডিগোর একটি বিমান নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। এরপর সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে নয়ডা বিমাবন্দরের রানওয়েতে অবতরণ করে বিমানটি। সেই বিমানটিকে ওয়াটার স্যালুটও দেওয়া হয়। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার জেওয়ারে এই বিমানবন্দর। আইজিআইয়ের উপর চাপ কমাতে এই বিমানবন্দর সহায়ক হবে। পরীক্ষার সাফল্যের পর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু বলেন, ‘আজকের অবতরণ বড় সাফল্য।’ উল্লেখ্য, ২০১২ সালের নভেম্বরে এই বিমানবন্দরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • Link to this news (বর্তমান)