নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) আইনের সংশোধন করতে বিধানসভার চলতি অধিবেশনে একটি বিল আসছে। জিএসটি কাউন্সিলের ৫০, ৫২ এবং ৫৩তম সভায় গৃহীত কিছু সুপারিশ কার্যকর করার জন্য এই সংশোধনী বিল আনা হচ্ছে বলে জানানো হয়েছে। ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের কর দেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা দূর করার জন্য জিএসটি আইনে সংশোধন করা হবে। মোট ২৪টি ক্ষেত্রে সংশোধন করা হচ্ছে। সংশোধনী বিলের খসড়া সোমবার বিধায়কদের মধ্যে বিলি করা হয়।