নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন আগেই ভবানীপুরের ১২ নম্বর মদন পাল লেনে একটি পুরনো বিপজ্জনক বাড়ির পরিত্যক্ত অংশ ভেঙে পড়েছিল। সেই বাড়ির অন্য অংশে একাধিক পরিবারের বসবাস। সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বাড়িটি মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ডের মধ্যেই পড়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ তথা স্থানীয় ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাজরী বন্দ্যোপাধ্যায়ও। জানা গিয়েছে, ওখানে মোট ১৩টি পরিবারের বসবাস। জায়গাটি পরিদর্শনের পর গোটা বাড়িটি যাতে নতুন করে বানিয়ে বসবাসযোগ্য করে তোলা যায়, তা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে দেখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র ধরে আজ, মঙ্গলবার ওই স্থানে যাওয়ার কথা রয়েছে মেয়রের।