• শুভেন্দু-অভিজিতের খাসতালুকে উড়ল সবুজ আবির, ভরাডুবি বিজেপি-র
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৪
  • বিজেপির খাসতালুক। হেভিওয়েট বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জেতা আসন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক। আর সেখানেই সমবায় ভোটে তৃণমূলের কাছে বিধ্বস্ত হল বিজেপি। তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে পাঁশকুড়ার বসন্তবাড় সমবায় সমিতির ভোটে ৯টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিজেপির সমর্থন পাওয়া প্রার্থীরা একটি আসনেও জিততে পারেননি। তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতীদের ব্যবহার করে ভয় দেখানোর অভিযোগ করেছে বিজেপি।

    পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় বসন্তবাড় সমবায় সমিতির ভোট নিয়ে গোড়া থেকেই উত্তেজনা ছিল বলে সূত্রের খবর। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে দুষ্কৃতীরা ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল ভয় দেখিয়ে তাদের ২ প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে। শুক্রবার বিকেলে এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। নির্বাচন চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূলের সমর্থকরা।

    এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ৯। যার মধ্যে আগেই ২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি সাতটি আসনে শুক্রবার নির্বাচন হয়। বিজেপির অভিযোগ, ভোটের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোট দিতে বাধা দিয়েছে। ওই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করেছে তৃণমূল। ভোটের ফল বেরোতেই দেখা যায়, যে ৭ আসনে ভোট হয়েছিল, তার সবকটিতেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। জয়ের খবর পেতেই সবুজ আবিরের মেতে ওঠেন তৃণমূল সমর্থকরা।

    বিজেপির জেলা পরিষদের সদস্য অলোক দোলুই জানান, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে। তৃণমূল একপ্রকার ভোট লুঠ করে জয় লাভ করেছে।’ পাঁশকুড়া ব্লকের ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায় জানান, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন। বাংলার তৃণমূল সরকারের উন্নয়নের ওপর ভরসা রেখে মানুষ ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। বিজেপি পরাজিত হয়ে মিথ্যা অভিযোগ করছে।’
  • Link to this news (এই সময়)