রাজ্যের ফুটবল ‘কলকাতা কেন্দ্রিক’, উত্তরবঙ্গের জন্য কী করণীয়? জানালেন বাইচুং
এই সময় | ১০ ডিসেম্বর ২০২৪
সরকারি উদ্যোগে ফুটবল অ্যাকাডেমি গড়ার প্রয়োজনীয়তা রয়েছে উত্তরবঙ্গে। বাংলার ফুটবল কেবলই ‘কলকাতা কেন্দ্রিক’ হয়ে যাচ্ছে। শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।
তাঁর বক্তব্য, ‘এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। এই সব খেলোয়াড়কে সুযোগ করে দেওয়ার জন্য এখানে (উত্তরবঙ্গে) একটা প্ল্যাটফর্ম দরকার। কিন্তু কলকাতা লিগ, আইএসএল সব কলকাতায় হয়। আমার সময়ে কিন্তু সিকিমের অন্তত ১৪ জন খেলোয়াড়র আই লিগ খেলতে গিয়েছিল।’ উত্তরবঙ্গের উঠতি খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্য তৃণমূল স্তরে ফুটবলে বিপ্লব আনার কথা জানান তিনি।
উত্তরবঙ্গে অবিলম্বে সরকারি উদ্যোগে একটি ফুটবল অ্যাকাডেমি নির্মাণের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন এই কিংবদন্তী ফুটবলার। অবিলম্বে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং রাজ্য সরকারের বিষয়টিতে নজর দেওয়া দরকার বলে তাঁর দাবি।
উত্তরবঙ্গে এই মুহুর্তে সরকারি কোনও ফুটবল অ্যাকাডেমি নেই। বাইচুং ভুটিয়া নিজের উদ্যোগে বাগডোগরায় একটি অ্যাকাডেমি তৈরি করছেন। এই অ্যাকাডেমি তৈরি করতে গিয়ে উত্তরের ফুটবলের সম্ভাবনাকে অনেক কাছ থেকে দেখেছেন তিনি। তাঁর মতে, উত্তরবঙ্গে আরও বেশি নজর দিলে অনেক ভালো খেলোয়াড়কে তুলে আনা সম্ভব হবে।
অন্যদিকে, ভারত বনাম মালয়েশিয়া ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দলে কলকাতার তিনটি বড় ফুটবল ক্লাবের কোনও প্রতিনিধি না থাকাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ভুটিয়া। আইএসএল প্রসঙ্গে বাইচুংইয়ের মন্তব্য, ‘আইএসএল আসায় খেলোয়াড়দের আর্থিক দিক দিয়ে উন্নতি হয়েছে। কিন্তু আইএসএল খেলা ক্লাবগুলিকেও নীচু স্তর থেকে খেলোয়াড়দের উন্নয়নের কথা ভাবতে হবে এবং তাঁদের তুলে আনার কাজ করতে হবে।’ বৃহস্পতিবার শিলিগুড়িতে একটি সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ডিং-এ উপস্থিত ছিলেন বাইচুং।