• বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল শিলিগুড়ির হোটেলগুলি
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৪
  • শিলিগুড়ির হোটেলে বাংলাদেশি নাগরিকদের ‘নো এন্ট্রি’! নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির মুখে ‘হুমকি’-র বুলি শোনা যাচ্ছে। কলকাতা দখলের হুঁশিয়ারিও দিয়েছিলেন বাংলাদেশের এক প্রাক্তন সেনা কর্তা। আর এই পরিস্থিতিতে শিলিগুড়ির হোটেল সংগঠনের এই সিদ্ধান্ত নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

    যতদিন না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আগের পর্যায় ফিরছে ততদিন শিলিগুড়ির কোনও হোটেলে বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছে হোটেল মালিকদের সংগঠন। সংগঠনের পক্ষে যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষের বক্তব্য, ‘বিভিন্ন মহল থেকে আমাদের কাছে দাবি আসছিল। আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করি। এরপর হোয়াটসঅ্যাপে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয় বাংলাদেশিদের এই শহরের হোটেলে জায়গা দেওয়া হবে না।’

    শিলিগুড়ির ৩০০টি হোটেল এই সংগঠনের ছাতার তলায় রয়েছে। এই হোটেলগুলিতে মাসে গড়ে ২ হাজার বাংলাদেশি নাগরিক আসতেন। কিন্তু অগস্টের পর থেকেই সংখ্যা নামতে নামতে ৩০০ থেকে ৪০০-তে দাঁড়িয়েছিল।

    সম্প্রতি বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল এ দেশের নাগরিকদের মধ্যে। এই বিষয়টি নিয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির হোটেলগুলিতে গিয়ে বাংলাদেশের নাগরিকদের প্রবেশ করতে না দেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয়।

    বঙ্গীয় হিন্দু মহা মঞ্চে সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, ‘হোটেল মালিকদের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।’
  • Link to this news (এই সময়)