• অশোকনগর নিয়ে মিথ্যাচার বিজেপির, অভিযোগ তৃণমূলের
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের শিল্প সমৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে বিজেপি, এই অভিযোগে আগেই সোচ্চার হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বিতর্ক মেটার আগেই সামনে এসেছে নতুন ইস্যু, যেখানে উত্তর ২৪ পরগনার অশোকনগরে ভূগর্ভস্থ তেল উত্তোলনের প্রচেষ্টা নিয়ে তৃণমূল ও বিজেপির বিবাদ তুঙ্গে উঠেছে।

    এই বিবাদের মূলে আছে বিজেপির লোকসভা সাংসদ জগন্নাথ সরকারের একটি লিখিত প্রশ্ন, যার উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী দাবি করেছেন, উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে ভূগর্ভস্থ তেল উত্তোলন নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারের কাছে পেট্রোলিয়াম মাইনিং লিজ় চেয়ে আবেদন করা হলেও তার কোনও উত্তর মেলেনি৷ এর ফলে তেল উত্তোলনের গোটা প্রক্রিয়া থমকে আছে বলে লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান মন্ত্রী।

    কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবিকে মিথ্যাচার বলে অভিহিত করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এই প্রসঙ্গে রবিবার তৃণমূল কংগ্রেস সূত্রে বিস্তারিত পরিসংখ্যান পেশ করে দাবি জানানো হয়েছে যে, রাজ্য সরকার বিধিবদ্ধ সমস্ত পদক্ষেপ সম্পন্ন করে দিয়েছে বহুদিন আগেই। তারপরেও বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করছে। এর বিরুদ্ধে সংসদের চলতি অধিবেশনে সোচ্চার হতে পারেন তৃণমূল সাংসদরা, দাবি দলীয় সূত্রে।

    তৃণমূল কংগ্রেসের তরফে শুধু বিজেপিকে নিশানা করে অভিযোগ করাই নয়, রবিবার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার নিয়ে৷ এই মর্মেই রাজ্যের শাসক দল সূত্রে দাবি, ২০০৯ সাল থেকে উত্তর ২৪ পরগনার অশোকনগরে ভূগর্ভস্থ তেল আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি।

    এই প্রচেষ্টাকে সমর্থন করে পশ্চিমবঙ্গ সরকার ওএনজিসিকে তাদের প্রকল্পের কাজের জন্য সেখানে ১৩.৪৯ একর জমি দিয়েছে। ২০০৯ সাল থেকে তিনবার লাইসেন্সের নবীকরণ করা হয়েছে। চলতি বছরের ২৪ অক্টোবর ওএনজিসিকে দেওয়া এই প্রকল্পের লাইসেন্সের মেয়াদ শেষ হয়। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাটির অনুরোধ এবং দেশহিতের কথা মাথায় রেখে সম্প্রতি এই লাইসেন্সের মেয়াদ ২০২৫ সালের ২৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১ নভেম্বর এই মর্মে সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এরপরেও সংসদে দাঁড়িয়ে কি ভাবে মিথ্যাচার করছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী? রবিবার সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

    ছ’বছর আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরের কাছে প্রথম তৈল ক্ষেত্রের সন্ধান পাওয়ার পর সেখানে আরও চারটি কুয়োতে তেল পেলেও রাজ্য সরকারের কাছ থেকে ওএনজিসি এখনও পেট্রোলিয়াম মাইনিং লিজ় পায়নি বলে গত ২৮ নভেম্বর সংসদে জানিয়েছিলেন পুরী। লোকসভায় এক লিখিত উত্তরে তিনি জানান, অশোকনগরে উচ্চমানের অপরিশোধিত তেলের সন্ধান পাওয়ার পর ২০২০ সালের ১০ সেপ্টেম্বর সেই তেলের বাণিজ্যিক উৎপাদনের জন্য ৫.৮৮ বর্গকিলোমিটার এলাকার মাইনিং লিজ়ের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করে ওএনজিসি। তিনি দাবি করেছিলেন, রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত পেট্রোলিয়াম মাইনিং লিজ় দেওয়া হয়নি এবং সেই কারণে ওই তেলের খনির উন্নয়ন করা যাচ্ছে না। যার ফলে তেল ও গ্যাসের উৎপাদন ব্যাহত হচ্ছে।
  • Link to this news (এই সময়)