• আরজি করের নির্যাতিতার নামে স্কলারশিপের উদ্যোগ
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: আরজি করের তরুণী চিকিৎসকের পরিণতি যাতে কেউ ভুলে না যান, তা নিশ্চিত করতে চাইছে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম’। একদিকে যেমন নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে লড়াই চলবে, তেমনই তাঁর স্মৃতি রক্ষার্থে বেশকিছু পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ওই সংগঠনটি।

    সহকর্মীর প্রতি সম্মান জানাতে একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। নাম দেওয়া হয়েছে, ‘অভয়া ডব্লিউবিডিএফ স্কলারশিপ।’ মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায়, সে জন্যই এই উদ্যোগ।

    সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে সংগঠনের সদস্যরা জানিয়েছেন, প্রতি বছর দশজন ছাত্রছাত্রীকে বার্ষিক বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে পাঁচ জন এমবিবিএস পড়ুয়া এবং পাঁচ জন অন্য ক্ষেত্রের পড়ুয়া।

    মেধা এবং আর্থ-সামাজিক অবস্থা দেখেই দেওয়া হবে এই স্কলারশিপ। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে ডব্লিউবিডিএফ-এর সদস্যদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে রাখা হবে। এ দিনের অনুষ্ঠান থেকে একটি বইয়েরও আনুষ্ঠানিক প্রকাশ করেন চিকিৎসকরা।

    আরও কয়েকটি দাবিতে এ দিন সরব হয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি। তাঁদের বক্তব্য, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার–সহ স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন স্তরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের অনেক পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। সে সব শূন্যপদে অবিলম্বে নিয়োগ জরুরি।

    কারণ, অজস্র পদ খালি থাকায় স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। কর্মরত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপরেও কাজের চাপ বাড়ছে। ফোরামের যুক্তি, নিয়োগ হলে যেমন স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হবে, তেমনই মানসিক চাপও কমবে।

    একই সঙ্গে এ দিন সংগঠনটি জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে কনভেনশন-এর আয়োজন করা হবে। স্বাস্থ্য ব্যবস্থা–সহ বিভিন্ন ক্ষেত্রে যে থ্রেট কালচার চালু রয়েছে, তা বন্ধ করার জন্যই এই কনভেনশন। ওই কনভেনশনে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে দাবি সংগঠনের।
  • Link to this news (এই সময়)