• ৭ নভেম্বরের পর আবার আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। দিঘা সফরে মমতা। আর কী কী নজরে
    আনন্দবাজার | ১০ ডিসেম্বর ২০২৪
  • প্রায় এক মাস পরে আজ আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। গত ৭ নভেম্বর শীর্ষ আদালতে এই মামলাটির শুনানি হয়েছিল। আজ বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি রয়েছে। প্রধান বিচারপতি হিসাবে এই প্রথম মামলাটি শুনবেন বিচারপতি খন্না। গত শুনানিতে শীর্ষ আদালতে খুন-ধর্ষণ এবং আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। সেটি ছিল তদন্তের ষষ্ঠ রিপোর্ট। আজ আবার তদন্তের অগ্রগতির রিপোর্ট সিবিআইকে জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই মতো তদন্তের সপ্তম রিপোর্ট জমা দেওয়ার কথা কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার। অন্য দিকে, ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ সব রাজ্যকে পাঠাতে বলেছিল সুপ্রিম কোর্ট। তা নিয়ে রাজ্যের মুখ্যসচিবেরা মতামত জানাতে পারবেন। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে আজ আরজি কর মামলায় কী হয় সে দিকে নজর থাকবে।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন। নবান্ন সূত্রে খবর, দিঘা যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দিরে ট্রাস্ট বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে। ১১ ডিসেম্বর, বুধবার সরকারি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তাঁর কলকাতায় ফেরার কথা আগামী বৃহস্পতিবার। আজ এই খবরে নজর থাকবে।

    ঢাকায় দুই দেশের বিদেশসচিবের দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে মোড় নেয় নজর থাকবে সে দিকে। সোমবারের দ্বিপাক্ষিক বৈঠকে উঠে এসেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের প্রসঙ্গও। বাংলাদেশ প্রশাসনের কাছে এ ব্যাপারে উদ্বেগপ্রকাশ করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। তবে দুই দেশই চায় অতীতের মতো সুসম্পর্ক বজায় রাখতে।

    প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন। রাজধানী দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে। তবে সিরিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁরা এখনও সরকারি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সোমবার কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি। আজ সিরিয়ায় কী পরিস্থিতি থাকে, নজর থাকবে সে দিকে।

    রাজ্যে রাতের তাপমাত্রা এখনই আর বৃদ্ধির সম্ভাবনা নেই। বরং আগামী ২৪ ঘণ্টা তা একই থাকবে। তার পর পারদপতন হবে গোটা রাজ্যে। পরের দু’দিন রাজ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কিছু জেলা ঢাকা থাকতে পারে ঘন কুয়াশায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

    বিধানসভায় শীতকালীন অধিবেশন বসবে আজও। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও থাকবে মুলতুবি প্রস্তাব ও দৃষ্টি আকর্ষণ পর্ব। দ্বিতীয়ার্ধে কলকাতা পুরসভার একটি বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অন্য দিকে, সংসদেও আজ বসবে অধিবেশন। ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিলটি কবে উত্থাপন করা হতে পারে তা নিয়ে জল্পনা চলছে। এ রাজ্যের বিধানসভার পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের দিকে আমাদের নজর থাকবে।

    সোমবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র। কিন্তু এখনও অসুস্থ তিনি। ভর্তি রয়েছেন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে। ফলে সোমবারও আদালতে সশরীরে হাজিরা দিতে পারেননি ‘কাকু’। এই নিয়ে পঞ্চম বার ‘হাজিরা এড়ালেন’ তিনি। শুক্রবারই ইডির মামলায় জামিন পেয়েছেন ‘কাকু’। এ বার একই মামলায় তাঁকে হেফাজতে নিতে চাইছে সিবিআই। আজ তাঁকে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হতে পারে। তিনি কি হাজিরা দেবেন?

  • Link to this news (আনন্দবাজার)