• অনলাইনেই সম্পত্তির মূল্য নির্ণয়, জোড়া বিল পাশ করে বার্তা মন্ত্রীর
    আনন্দবাজার | ১০ ডিসেম্বর ২০২৪
  • পাঁচ বছর অন্তর সম্পত্তির মূল্য ১০% বাড়ানোর সংস্থান রেখে বিধানসভায় পাশ হয়ে গেল জোড়া বিল। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৪’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৪’ পাশ করাতে গিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য বলেছেন, তাঁরা কর বাড়ানোয় বিশ্বাসী নন। মুখ্যমন্ত্রীও নন। মন্ত্রীর ব্যাখ্যা, ‘‘মানুষ এখানে নিজের কর (সম্পত্তি) নিজে নির্ধারণ করবেন। কোনও অফিসার যাবেন না, ফড়ে যাবেন না। আপনার কর আপনি এলাকা ধরে দেখে নিজে দেবেন। মূল্য নির্ধারণ (ভ্যালুয়েশন) হয়ে গেলেই কর চাপানো হবে, সেটা নয়। সেটার শুনানি হবে। তার পরে ভুল-ঠিক দেখে নির্ধারণ হবে।’’

    বিরোধীদের বক্তব্যের জবাবে মন্ত্রী আরও বলেছেন, বাম আমলে যে ‘ভ্যালুয়েশন বোর্ড’ ছিল, তার নিয়ম ছিল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা। এখন গ্রামও দ্রুত শহরাঞ্চলে পরিণত হচ্ছে। দ্রুততার সঙ্গে কাজের জন্য ‘ডিজিটাল সার্ভে অ্যাপ’ অনলাইনে তথ্য নেবে। তাতে ভুল-ভ্রান্তি কম হবে। পুরমন্ত্রীর দাবি, বাম আমলে সরকার ‘ইন্সপেক্টর রাজে’র উপরে বিশ্বাসী ছিল। তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের উপরে বিশ্বাস করে। কল্যাণীতে এই প্রক্রিয়ায় কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (আনন্দবাজার)