এর পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেলে ঘুরে বহিরাগতদের চিহ্নিত করবে। এর পরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বার বারই এই বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বহিরাগতদের আনাগোনার অভিযোগ উঠেছে। কারমাইকেল হস্টেলের গোলমালের পিছনে প্রাক্তনী ও বহিরাগতদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে।
এ দিন কারমাইকেল হস্টেলে আক্রান্ত আবাসিকদের পক্ষ থেকে অন্তর্বর্তী উপাচার্যকে স্মারকলিপি দিতে যাওয়া হলে তিনি ওই হস্টেলের বহিরাগতদের তালিকা জমা করতে বলেন। অন্তর্বর্তী উপাচার্য জানালেন, এর পরে প্রতিনিধিদল বিস্তারিত তথ্য দিয়ে যে সব বহিরাগত হস্টেলে ঘর দখল করে আছেন, তাঁদের নামের একটি তালিকা জমা দেয়। এ দিন টিএমসিপি-র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশে টিএমসিপি-র যে নেতার ক্যাম্পাসে ঢোকা বারণ, সেই ছাত্র নেতাকেই ক্যাম্পাসে দেখতে পাওয়া গেলে তাঁকে সাদা পোশাকের পুলিশ ক্যাম্পাস থেকে বার করে দেয়।