• অনেকটা নামবে পারদ, আপনার জেলায় কত ডিগ্রি? ৮ জেলায় ঘন কুয়াশারও সতর্কতাও
    আজ তক | ১০ ডিসেম্বর ২০২৪
  • সন্ধের পর হালকা ঠান্ডা পড়লেও এখনও শীতের দাপট নেই কলকাতা-সহ একাধিক জেলায়। ভোরের দিকে হালকা ঠান্ডার সঙ্গে কুয়াশা পড়ছে। কিন্তু জাঁকিয়ে শীত অনুভব হচ্ছে না। তবে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের শেষে ঠান্ডার বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নীচে নেমে যেতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি বা তারও কম হতে পারে।

    উত্তরবঙ্গের ঘন কুয়াশা সতর্কতা
    উত্তরবঙ্গের পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহে বুধবার সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ থেকে ১৯৯ মিটারের মধ্যে নেমে যেতে পারে। ফলে যানবাহনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    দক্ষিণবঙ্গেও কুয়াশার প্রভাব
    পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমবে।

    তাপমাত্রার বর্তমান অবস্থা
    মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। এদিন পুরুলিয়া ছিল দক্ষিণবঙ্গের সবচেয়ে শীতল জায়গা, যেখানে তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। অন্যদিকে, ঝাড়গ্রামে ১৩.৫ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৩.২ ডিগ্রি এবং দমদমে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    কেন শীতের আমেজ নেই?
    আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং উত্তর ভারতের জ়েড স্ট্রিম উইন্ড শীতের আগমনে কিছুটা বাধা সৃষ্টি করেছে। তবে নিম্নচাপটি দ্রুত শ্রীলঙ্কা উপকূল পেরিয়ে তামিলনাড়ুতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

     
  • Link to this news (আজ তক)