• শীত পড়তেই উড়ু-উড়ু মন বাঙালির! পর্যটকদের ঢল পুরুলিয়ায়...
    ২৪ ঘন্টা | ১০ ডিসেম্বর ২০২৪
  • মনোরঞ্জন মিশ্র: ডাকছে পাহাড়, ডাকছে জঙ্গল। যথারীতি শীত পড়তেই উড়ু-উড়ু মন বাঙালির। ওদিকে সেই সব উড়ু-উড়ু মনের মানুষের একটা বড় অংশ ভিড়ও জমাচ্ছেন একটি অতি-চেনা ও বহ-চর্চিত স্পটে-- পুরুলিয়ায়। 

    শীতের মরসুমের শুরুতেই এবার পুরুলিয়ায় নেমেছে পর্যটকদের ঢল। জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকেও দলে-দলে পুরুলিয়ামুখী হচ্ছেন পর্যটকেরা। সারা বছরের মধ্যে এই শীতের মরসুমটুকুর অপেক্ষাতেই যেন থাকেন শীতপ্রেমী তথা ভ্রমণপ্রেমী মানুষজন।

    পুরুলিয়া জেলার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নামতেই কনকনে শীতের আমেজ সেখানে। সেই আমেজের মধ্য দিয়েই পাহাড়-জঙ্গল ঘেরা পুরুলিয়ার অন্যতম পর্যটনস্থল অযোধ্যা পাহাড়ে হাজির পর্যটকেরা। অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, মারবেল লেক, উসুল ডুংরি, পাখিপাহাড়-সহ বিভিন্ন স্পটে ভিড় জমাচ্ছেন তাঁরা। 

    বর্তমানে শহর-পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ের প্রতিটি হোটেল পর্যটকদের ভিড়ে ঠাসা। ফলে ফুলেফেঁপে উঠেছে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত যানবাহনের মালিকেরাও। ওদিকে পাহাড়ের রাস্তাঘাট, মনোরম প্রাকৃতিক পরিবেশে দেখে খুশি ভ্রমণপিপাসুরা। কুয়াশার চাদরে মোড়া সবুজ অরণ্যে ঘেরা অযোধ্যা পাহাড়ের মনোরম শীতল পরিবেশ উপভোগ করছেন সকলেই। 

    এতে সাধারণ মানুষের, পাশাপাশি পর্যটকদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সেজন্য অযোধ্যা পাহাড়ের প্রতিটি স্থানে মোতায়েন রয়েছে পুলিস। পর্যটনস্থানগুলিতে পর্যটকদের সুবিধার্থে থাকছে পানীয়জলের ব্যবস্থা। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো।

  • Link to this news (২৪ ঘন্টা)