• বদলে যাচ্ছে হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম, ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণের প্রস্তাব মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১০ ডিসেম্বর ২০২৪
  • ২০২০ সালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামটির নামকরণ প্রয়াত কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার নামে করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার হাওড়ায় একটি রাস্তার নামও বদলে দিলেন তিনি। নতুন নামকরণ করা হলো শৈলেন মান্নার নামে। ড্রেনেজ ক্যানাল রোডের ধারেই ডুমুরজলা স্টেডিয়াম।

    মঙ্গলবার দিঘা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে হাওড়া ডুমুরজেলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসককে নির্দেশ দেন, হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের সংস্কার করতে হবে এবং রাস্তার চারপাশে সৌন্দর্যায়ন করতে হবে। রাস্তার পাশে কিছু দোকান বসানোর অনুমতি দেওয়া যায় কি না, সেই বিষয়টিও প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল, যদি হাওড়ার অন্য কোনও রাস্তার নাম শৈলেন মান্নার নামে না থাকে তাহলে এই রাস্তাটির নাম ড্রেনেজ ক্যানেল রোডের বদলে কিংবদন্তী ফুটবলারের নামে রাখতে।

    ফুটবলপ্রেমী বাঙালির কাছে শৈলেন মান্না আজও একটা আবেগ। অতীতেও শিল্পী, খেলোয়াড়দের সম্মান জানানোর জন্য রাজ্য সরকারের থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বার শৈলেন মান্নার নামে নামকরণ করা হতে চলেছে হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোড।
  • Link to this news (এই সময়)