মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো। গত ২৫ নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন, এই মামলায় চার্জশিটে নাম থাকা সমস্ত অভিযুক্তই সশরীরে আদালতে হাজির থাকতে হবে। অন্য একটি মামলায় জেলে থাকা বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়েছিল। এ ছাড়া আরও ২ অভিযুক্ত ভার্চুয়ালি হাজিরা দেন। এ দিনের সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী জানান, মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে ২০২৫ সালের ২১ জানুয়ারি। ওই দিন থেকে মামলার বিচার শুরু হবে। সিবিআই আদালতে উপস্থিত থাকবেন ২ সাক্ষী।
এই মামলার চার্জশিটে নাম থাকা ৪৮ জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র গত ২৫ নভেম্বর সশরীরে আসানসোল সিবিআই আদালতে হাজির না থাকায় সেই দিন চার্জ গঠন করা যায়নি। গত ২৪ নভেম্বর রবিবার এক নাবালিকাকে নির্যাতন করার অভিযোগে কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ২৮ নভেম্বর পর্যন্ত তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ ছিল।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর কয়লা পাচার মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল। সেই দিন অবশ্য মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র আদালতে হাজির ছিলেন। ওই দিন অন্য দুই জন অভিযুক্ত অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন মৃত এবং অন্যজন অসুস্থ থাকায় ছিল এই অনুপস্থিতি। সেই কারণে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হলেও চার্জ গঠন করা যায়নি।
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও পলাতক। ৫০ জন অভিযুক্তের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ফলে সিবিআইয়ের মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে। এই ৪৮ জনের মধ্যে ব্যক্তিগতভাবে তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে অন্যতম বিকাশ মিশ্র। বাকি দু'জন অনুপ মাজি ওরফে লালা এবং রত্নেশ্বর ভার্মা ওরফে রত্নেশ।